ঢাকায় ঈদকে সামনে রেখে পথ সচেতনতা কার্যকম
Published : জুন ১৪, ২০১৮ | 632 Views

ঢাকায় ঈদকে সামনে রেখে পথ সচেতনতা কার্যকম
আসন্ন ঈদ উল ফিতর ও ঘরমুখি মানুষের কথা ভেবে পথ নামে একটি ফেসবুক গ্রুপের আয়োজনে গত ১০ জুন ২০১৮ অনুষ্ঠিত হলো পথ সচেতনতা কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে ছেড়ে যাওয়া গ্রামমুখী যাত্রীদের সচেতন করা হয়। পাশপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের সচেতন করা হয়।
যে, কয়টি বিষয় তুলে ধরা হয়
১. সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী
২. যাত্রাপথে হাত ও মাথা জানালার বাইরে নেবেন না।
৩. পথ না দেখে রাস্তা পার হবেন না।
৪. ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে প্রলুব্দ করবেন না।
৫. চালককে মোবাইল ব্যবহার করার সময় গাড়ি থামাতে দিন
৬. চালক ও স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন না।
পায়ে হেঁটে দেশভ্রমণকারী পর্যটক জাহাঙ্গীর আলম শোভনের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন জনাব শাহাদাত হোসন ও আনিসুর রহমান সোহেল। তাদের সার্বিক সহযোগিতা করেন পথ গ্রুপের সমন্বয়কারী শাহরুখ আমিন পলক।
এই আইন শৃংখলা বাহিনী তাদেরকে সহযোগতিা করেন। এবং সাধারণ তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।
জাহাঙ্গীর আলম শোভন বলেন, কোনো দেনাপাওনা নয় শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজে অংশ নিয়েছি। মানুষের জন্য কাজ করার মাঝে সত্যিকার কোনো কষ্ট হয়না। সারাদিন রোজা রেখেও এই কাজে আমরা মোটেও ক্লান্তি বোধ করছিনা।
শাহরুখ আমি পলক ভবিষ্যতে এই ধরনের কাজ অব্যাহত রাখার কথা বলেন
Published : জুন ১৪, ২০১৮ | 632 Views