বাংলাদেশ থেকে এজেন্ট এর মাধ্যমে কাটুন ভারতীয় ট্রেনের টিকেট
Published : জুন ৬, ২০১৮ | 2684 Views

বাংলাদেশেী ভ্রমণকারীদের জন্য বাংলাদেশে বসেই এজেন্ট এর মাধ্যমে ভারতীয় ট্রেনের টিকেট কাটার সুবিধা করে দিয়েছে বির্নিমান টেকনোলজি নামে একটা প্রতিষ্ঠান।
বিনির্মান টেকনোলজির সাথে যুক্ত এজেন্টগণ তাদের যাত্রীর চাহিদা অনুযায়ী বিনির্মান সিস্টেম এর সাথে যুক্ত হয়ে তাদের টিকেট চাহিদা ও তথ্য প্রেরণ করবে। অতপর কতৃপক্ষ ভারতীয় রেলওয়ের মাধ্যমে টিকেট বুকড করে কাস্টমার ও এজেন্টকে নিশ্চিত করবে।
বাংলাদেশে থেকে অনলাইন অফলাইন কোনোভাবেই ভারতীয় ট্রেনের টিকেট কাটার সুবিধা না থাকায় বির্নিমান টেকনোলজি এভাবে টিকেট সেবা প্রদান করছে। যদিও বাংলাদেশে এর আগে থেকে বিচ্ছিন্নভাবে, ব্যক্তিগত উদ্যোগে ও কালোবাজারীর মাধ্যমে ভারতীয় ট্রেনের টিকেট বিক্রি হয়ে আসছে।
বিনির্মান টেকনোলজি লিমিডেট এর কাস্টমার ম্যানেজার ইকবাল হোসাইন বলেন, আমরা যাত্রীদেরকে পর্যাপ্ত টিকেট পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। ফরেনার কোটায় ততকাল ক্যাটাগরিতে যেকোনো ট্রেনের যেকোনো ক্লাসের টিকেট সেবা দিতে পারছি আমরা। আমাদের সাথে টিকেট সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করুন।
০১৬৪৪৪২২৮৬২, ০১৭০৯ ৯৬২৭৯৮।
অথবা মেইল করতে পারেন। elias@binirman.online, iqbal@binirman.online
বিস্তারিত জানতে, www.binrman.online
Published : জুন ৬, ২০১৮ | 2684 Views