থিম সং: দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ
Published : জুন ১২, ২০১৭ | 1814 Views

১২থিম সং: দেখব বাংলাদেশ গড়ব বাংলাদেশ
থিম সং: পায়ে হেটে তেঁতুলিয়া থেকে টেকনাফ
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া
ছড়িয়ে আছে সম্ভাবনা, ছড়িয়ে আছে স্বপ্ন
আঁখি মেললে উদার আকাশ, পায়ের নিচে রতœ
এই তো আমার ভালোবাসা, এই তো আমার দেশ
সবাই মিলে এসো গড়ি সুন্দর বাংলাদেশ।
কতজন এলো ভালোবেসে, লেখা আছে তা ইতিহাসে
কত যুগের পর বাংলা হলো, হলো নতুন ঠিকানা
শশাঙ্ক থেকে সিরাজ-উদ-দৌলা আরো কত নাম অজানা
রক্তে পাওয়া ভাষা মোদের, রক্তে পাওয়া বাংলাদেশ
আছে যত অমঙ্গল, আমরা করব শেষ।
আহা বেশ বেশ বেশ, দেখবো বাংলাদেশ
আহা বেশ বেশ বেশ, সুন্দর বাংলাদেশ
আহা বেশ বেশ বেশ, গড়বো বাংলাদেশ
আহা বেশ বেশ বেশ, Visit Bangladesh
সুন্দরবন আর কক্সবাজার, চলনবিল আর বিজয়পাহাড়
চা বাগানে সিলেট ঘেরা, ধান ক্ষেতে ভরা বরিশাল
আম লিচু বাগানের রাজশাহী আর রংপুরের ভাই গাড়িয়াল
চারশত বছরের ঢাকা ঘিরে এই পদ্মা মেঘনার দেশ
মহাস্থান বটেশ্বর ময়নামতিতে ইতিহাসের রেশ।
ওই…………….
নদী পাহাড় আর মাঠজুড়ি, এ যেন এক স্বপ্নপুরি
পাখির কূজন রাখালী বাঁশি, চাষার মুখের হাসি
ওই যে চলে পাল তোলা নাও, আমরা ভালোবাসি
বাংলা আমার আশার প্রদীপ সুখ সম্ভার অশেষ
তাই তো বলি সোনার বাংলা, সোনার বাংলাদেশ।
ওই…………………………..
Published : জুন ১২, ২০১৭ | 1814 Views