কুকুর কি স্বপ্ন দেখে?
Published : জুন ১১, ২০১৭ | 2006 Views

কুকুর কি স্বপ্ন দেখে?
মানুষ তো ঘুমালেই স্বপ্ন দেখে। ছেলে-বুড়ো সবাই স্বপ্ন দেখে। স্বপ্নে মানুষ কতো কিছু দেখে! স্বপ্ন দেখার সাথে সাথে কখনো মানুষ হাত-পা নাড়ে, কখনো স্বপ্নে চিচ্ঞকার দিয়েও ওঠে।
বিজ্ঞানীরা বলেন, স্বপ্ন হলো মানুষের মস্তিষ্কের অস্থিরতা। মানুষ ঘুমিয়ে পড়লেও তার মস্তিষ্ক কিন্তু অকার্যকর হয়ে যায় না। তার কাজ চলতেই থাকে, মানুষ সারা দিন যা চিন্তা-ভাবনা করে, তা-ই ঘুরে-ফিরে কখনো বিবৃত হয়ে, কখনো ভিন্ন রকম হয়ে অসংলগ্ন অবস্থায় মস্তিষ্কের কোষে ঘুরপাক খেতে থাকে। ওটাই হলো স্বপ্ন।
যাদের বাড়িতে কুকুর আছে, তারা একটি ব্যাপার লক্ষ করে থাকেন, কুকুর যখন ঘুমিয়ে থাকে তখন সে মাঝে মাঝেই হাত-পা নাড়ে, মাথা নাড়ে। মনে হয় মাঝে মাঝেই সে চমকে উঠছে।
কুকুরের এই অবস্থা দেখে অনেকে অনুমান করেন, হয়তো মানুষের মতো কুকুরও স্বপ্ন দেখে। তাদের মস্তিষ্কের কোষেও হয়তো চিন্তার ধারা ঘুরপাক খাড়ে–। কথাটি সত্যি নয়। ককুর ঘুমের ঘোরে হাত-পা নাড়লেও তারা স্বপ্ন দেখে না। কারণ স্বপ্ন দেখতে হলে মস্তিষ্কের যে উন্নত প্রযুক্তি দরকার, কুকুরের তা নেই। কারণ মানুষ আর কুকুরের মস্তিষ্ক এক জিনিস নয়।
Published : জুন ১১, ২০১৭ | 2006 Views