সুনামগঞ্জের লাউড়ের গড়
Published : জুন ৬, ২০১৭ | 2397 Views

সুনামগঞ্জের লাউড়ের গড়
প্রাচীন লাউর রাজ্যের স্মৃতি বহন করছে ভারত বাংলাদেশের সীমান্তের এই এলাকা। সুন্দর নিরিবিলি পরিবেশে খুব কাছ থেকে দেখতে পারেন স্তরে স্তরে সাজানো পাহাড় শ্রেণী। খোলামেলা নিরিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশে স্বপরিবারে কিংবা দলবেধে পিকনিকে যাওয়ার জন্য এই এলাকা একটা সুন্দর স্থান।
কীভাবে যাবেন::
বর্ষাকালে সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট হতে স্পীড বোট অথবা ইঞ্জিন বোটে গন্তব্যে পৌঁছা যায়। স্পীডাবোটে সময় লাগে ১.৩০ ঘন্টা আসা যাওয়া বাবদ খরচ আনুমানিক ৬,০০০/- পক্ষান্তরে ইঞ্জিন বোটে সময় লাগে ৪ ঘন্টা এবং আসা যাওয়ার খরচ ৩,০০০/- টাকা।
তাছাড়া মোটর সাইকেল যোগে ও যেতে পারবেন।আসা যাওয়ার খরচ ৫০০/-বা ৬০০/-টাকা লাগবে।
সূত্র: ইন্টারনেট
Published : জুন ৬, ২০১৭ | 2397 Views