ঢাকায় হোম ফ্রি ডেলিভারী চালু করেছে স্বপ্ন সুপারশপ
Published : এপ্রিল ২৪, ২০১৭ | 2405 Views

ঢাকায় হোম ফ্রি ডেলিভারী চালু করেছে স্বপ্ন সুপারশপ
এসিআই গ্রুপের সুপার শপ স্বপ্ন ঢাকা শহরে সুপারশপগুলোর অধীনে হোম ফ্রি হোম ডেলিভারী চালু করেছে। প্রথম দিকে কয়েকটি এলাকায় শুরু হলেও এটা ক্রমান্বয়ে ঢাকায় এবং ঢাকার বাইরে ছড়িয়ে দেয়া হবে। বর্তমানে উত্তরা, নিকুঞ্জ, মনিপুরিপাড়া ও বনানী আউটলেট থেকে ডেলিভারী হচ্ছে। এসব আউটলেটের অধীনে উত্তরা, খিলখেত, নিকুঞ্জ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুরীপাড়া, ইন্দিরা রোড, আসাদ গেট, লালমাটিয়া, বনানী, গুলশান ও মহাখালী এলাকায় এই পরিসেবা পাওয়া যাচ্ছে।
গ্রাহকগণ 01799 993223. নাম্বারে ফোন করে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে অর্ডার দিতে পারবেন। তিন ঘন্টার মধ্যে অর্ডারগুলো বাসায় ডেলিভারী দেয়া হয়। চালের বস্তা, আটার প্যাকেট, বিস্কুঠ, সবজি মাছ এমনকি জামা জুতা যাই চান। বাসায় বসে কেনাকাটা করুন। অবশ্যই কমপক্ষে তিনশ টাকার পন্য কিনলেই আপনি পাবেন হোম ডেলিভারী সেবা। আপনি আপনার অর্ডারকৃত পন্য বুঝে পেয়ে নগদে ডেলিভারীম্যানকে মূল্য পরিশোধ করতে হবে।
Published : এপ্রিল ২৪, ২০১৭ | 2405 Views