ই-ক্যাব সদস্য ও নতুন উদ্যোক্তাদের পাশে ওয়ালেটমিক্স
Published : এপ্রিল ২০, ২০১৭ | 2166 Views

ই-ক্যাব সদস্য ও নতুন উদ্যোক্তাদের পাশে ওয়ালেটমিক্স
ওয়ালেটমিক্স বাংলাদেশের সবচেয়ে নিরাপদ পেমেন্ট গেটওয়ে। শুরু থেকে ওয়ালেটমিক্স নতুন উদ্যোক্তা ও ই-ক্যাব মেম্বারদের পাশে। ওয়ালেটমিক্স সর্বপ্রথম পেমেন্ট গেটওয়ে হিসেবে একটিভেশন চার্জ 20 হাজার টাকা থেকে কমিয়ে চারভাগের একভাগে নিয়ে এসেছে। এবং ই ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ ভাইয়ের অনুরোধে বিভিন্ন অকেশানে ই-ক্যাব মেম্বারদের জন্য্ একটিভেশন ফি সম্পূর্ণরুপে বাদ দেয়া হয়েছে। ওয়ালেটমিক্সে উদ্যোক্তাদের সমস্যা তাদের সুবিধা অসুবিধাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। ওয়ালেটমিক্স এদেশের অনলাইন ব্যবসায়ে পেমেন্ট সিস্টেম সার্ভিস সহজ ও ক্রেতাবান্ধব করার জন্য কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানী ওয়ালেটমিক্স এর সেবা গ্রহণ করছে। মার্চেন্টদের সমস্যার সামাধান ও সেবাকে অগ্রাধিকার দিয়ে আপনাদের নিয়ে এগিয়ে যেতে চায় ওয়ালেটমিক্স।
পেমেন্ট গেটওয়ে চালু করার জন্য যা যা দরকার
১। ব্যবসায়ের ট্রেড লাইসেন্স
২। উদ্যোক্তার এক কপি ছবি
৩। একটি ভেরিফাইড ই মেইল এড্রেস
৪। ওয়েব সাইটের ইউআরএল
৫। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
ব্যাংক ডিটেইল: ব্যাংক একাইন্ট নেম, একাউন্ট নাম্বার। ব্যাংকের নাম ও শাখা। (নির্ভুল ভাবে ব্যাংকের তথ্য দিতে হবে। যদি বিজনেস একাউন্ট না থাকে। সেক্ষত্রে ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব নাম্বার দিলেও চলবে।
Published : এপ্রিল ২০, ২০১৭ | 2166 Views