ডাক বিভাগের মাধ্যমে ই কমার্স পন্য ডেলিভারী সেবা
Published : এপ্রিল ১০, ২০১৭ | 2131 Views

ডাক বিভাগের মাধ্যমে ই কমার্স পন্য ডেলিভারী সেবা
বাংলাদেশের ই-কমার্স উন্নয়নে ডেলিভারি সার্ভিস প্রধান প্রতিবন্ধক। অবকাঠামোগত উন্নয়ন এবং আস্থাশীল ডেলিভারী সিস্টেম গঠনের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ ই-কমার্স খাতের উন্নয়নে ভুমিকা রাখতে বদ্ধ পরিকর। গত ২৯ ডিসেম্বর, ২০১৬ বাংলাদেশ ডাক বিভাগে ই-কমার্স পণ্যের ডেলিভারি সেবার উদ্বোধন করা হয়। সভায় ই-কমার্সের উন্নয়নে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক আরো কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা। সভায় জানানো হয়, বর্তমানে ঢাকার ২০ টি এলাকাতে বাংলাদেশ ডাক বিভাগের ডেলিভারি সার্ভিস চালু আছে।বাংলাদেশের ই কমার্সে শিপিং সমস্যার সমাধান এবং সরকারী ডাক সেবা উন্নয়ন নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের ও ই কমার্স এসোসিয়েশান অব বাংলাদেশ এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি , বৃহস্পতিবার- ২০১৭।
তখন বাংলাদেশ ডাক বিভাগের সাথে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডাক বিভাগ সারা দেশে ই-কমার্স পণ্য ডেলিভারি শুরু করেছে। ই-ক্যাব মেম্বার কোম্পানিগুলো ডাক বিভাগের এই ই-কমার্স পণ্য ডেলিভারির সুবিধা গ্রহণ করতে পারে। ডাক বিভাগের এই ডেলিভারি সেবার বেশ কিছু সুবিধা রয়েছে তাদের উল্ল্যেখযোগ্য কয়েকটি হচ্ছেঃ• হোম ডেলিভারি• অনলাইন ট্রাকিং সুবিধা• সিওডি• কাস্টমার সাপোর্ট
এই সেবা নিতে আগ্রহী ই-ক্যাব সদস্য কোম্পানিগুলোকে আগামী ১২ এপ্রিল সকাল ১১ থেকে ৫ টা মধ্যে ই-ক্যাব অফিসে এসে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে।
Published : এপ্রিল ১০, ২০১৭ | 2131 Views