পরিচিতি পাচ্ছে নতুন পর্যটন স্পট
Published : ফেব্রুয়ারি ২২, ২০১৭ | 2221 Views

পরিচিতি পাচ্ছে নতুন পর্যটন স্পট
বাংলাদেশে গত কয়েকবছরে বেশকিছু নতুন স্থান পরিচিতি পেয়েছে। তরুন পর্যটকরা ইতোমধ্যে আরো কিছু স্থানকে প্রাদপ্রদীপের আলোতে নিয়ে এসেছেন। এগুলো হলো- রাঙামাটির বিলাইছড়ি,
মীর সরাইয়ের নাপিত্তাছড়া, শ্রীমঙ্গলের হামহামঝর্ণা, সুনামগঞ্জের জাদুকাঠা নদী ও দোয়ারাবাজরের সোশলীচেলা, টেকেরহাটের লাইমস্টোন লেক, সাদুল্লাপুরের গোলাপগ্রাম, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, সিলেটের গোয়াইনঘাটের মায়াবন, নারায়নগঞ্জের আড়াই হাজারের সরিষা ক্ষেত ও মেঘনার পাড়, বরিশালের শাপলাবিল শাতলা, কিংবা শ্রীমঙ্গলের হামহাম ঝরনা, বান্দরবানের রোয়াংছড়ি তিনাপ সাইতার
কিংবা রাঙামাটির ধুপপানি ঝরনার
রাঙামাটির মুপ্পোছড়া ঝরনা, মিরসরাইয়ের খইয়াছড়া, বড় কমলদহ এবং ছাগলকান্ধা ঝরনা, খাগড়াছড়ির হাজাছড়া, দীঘিনালার তৈদুছড়া, থানচির নাফাখুম, ঢাকার কাছে দোহারের মৈনাকঘাট, টেকনাফের কুদুম গুহা, সোনাখালি দ্বীপ, সোয়াচ অব নো গ্রাউন্ট। সিলেটের জাফলংয়ের সংগ্রামপুঞ্জি ঝরনা, বরিশালের শাপলা বিল শাতলা, তেঁতুলিয়ার চা বাগান, নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর—এসব নতুন স্থানে বেড়াতে যাচ্ছেন তরুণেরা। ফেসবুকের মাধমে এসব প্রাকৃতি সৌন্দর্যমন্ডিত স্থানগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
শুধু দেশীয় পর্যটক নয় এসব বিদেশে পর্যটকতের আকৃষ্ট করার সময় এসেছে।
Published : ফেব্রুয়ারি ২২, ২০১৭ | 2221 Views