ঢাকার কাছে ভ্রমণ: এক দিনেই আড়াইহাজার
Published : ফেব্রুয়ারি ৯, ২০১৭ | 2541 Views

যারা হুট হাট ইভেন্ট কিংবা ঘোরার প্লান করতে পারেন। তাদের জন্য ঢাকার কাছে অনন্যসুন্দর আয়োজন । নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার প্রাকৃতিক শোভা সমৃদ্ধ এক গ্রামে। অনেকে মনে করেন ঢাকার পাশে মানেই হোনো রিসোর্ট কিংবা পিকনিক স্পট আপনার ধারণা বদলে দেবে। এই গ্রাম।
কি দেখবেন:
শীতে বেড়াতে আসলে কাঁচা খেজুরের রস। জামাই এর মালাই চা, ণাজিম এর দই, হাঁসের মাংস, আরও অনেক কিছু । ট্রলার এ চড়ে অবস্থায় মেঘনার পানিতে ঘুরতে যাওয়া। ক্লান্ত অবসন্ন হলে হাসের মাংশ দিয়ে দুপুরের খাবার। আর বিকেলে ভাসমান ট্রলার এ বাউল গানের আসর। বলুন আর কি চাই।
এখানে দেখবেন নদীর চার পাশের বিস্তীর্ণ সরিষা ক্ষেত, ক্ষীরাই ক্ষেত, বাঙ্গি ক্ষেত দেখা। দুর্দান্ত সবুজ ঘাস + দারুন বালির বিচ + কাশবনের মিলিত নদীর মাঝখানের চউদ্দার চরে আড্ডা। একদম পরিস্কার পানিতে গোছল না করলে আফসোস করবেন পরে। তাই লুঙ্গি গামছা যার যা প্রয়োজন নিতে ভুলবেন না।
বাচ্চারা দারুন মজা পাবে চরের ছাগল ছানাদের নিয়ে খেলা করে, বালিতে খেলা করে, শামুক ঝিনুক কুড়িয়ে। আর নদীতে ঘুরার সময় শীতের নানা পাখি দেখা , নদীর আসেপাশের জীবনধারা দেখা তো আছেই …।
আসা যাওয়া যে যার মত যেতে পারেন দল বেঁধে গাড়ি নিয়ে একসাথেও যেতে পারেন।
ঢাকার খুব কাছেই মেঘনা নদীর পাড়ের উপজেলা আড়াইহাজার।
আড়াইহাজারে কি আছে? কেন আড়াইহাজারে ঘুরতে যাবো?
*ঢাকার খুব কাছেই বিশুদ্ধ নদীর পানি, চর
*ট্রলারে করে ঘুরে বেড়ানো হবে মেঘনার বুকে
*গোসল করা যাবে মেঘনা নদীতে
*নদীর চার পাশের বিস্তীর্ণ সরিষা ক্ষেত, ক্ষীরাই ক্ষেত, বাঙ্গি ক্ষেত দেখা
*কাতান পল্লী, গামছা পল্লী ভ্রমণ
*জমিদার বাড়ি দেখা
*জামাই এর মালাই চা, নাজিম এর দই, হাঁসের মাংস
*নিপাহ মুক্ত খেজুরের মিষ্টি রস (যদি পাওয়া যায়)
*বোনাস হিসেবে থাকবে শীতের অতিথি পাখি(ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা পাওয়া যেতে পারে তাদের
এসব আয়োজন করে থাকেন শাহরিয়ার আড়াইহাজারী:
Published : ফেব্রুয়ারি ৯, ২০১৭ | 2541 Views