বাংলাদেশী সোস্যাল মিডিয়া লক্ষী
Published : নভেম্বর ১৮, ২০১৬ | 2848 Views

ফেসবুকের মতো আরেক বাংলাদেশী সোস্যাল মিডিয়া Lokkhi.io
লক্ষী বাংলাদেশী ডেভলপারদের তৈরী ফেসবুকের মতো একটি যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফরম। লক্ষীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব সুবিধা রয়েছে। রয়েছে ভিডিও কনফারেন্স এর সুবিধা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে। বাংলাতেই আপনি শেয়ার করতে পারেন আপনার অনূভুতি, শুনতে পারেন গান যখন খুশি। রয়েছে ওয়েব সেমিনার ও লাইভ স্ট্রিম নানা সেমিনার আয়োজনের সুযোগ। লক্ষী থেকে সরাসরি ফাইলে শেয়ার করা যায়। এক্ষেত্রে ফাইলের সাইজ কোনো বিষয় নয়। ভিডিও চ্যাট এবং লাইভ কোলাবোরেশান।সাথে লাইভ ডকুমেন্ট, ইমেজ ভিউ. এডিট, স্কেচ, ব্রাউস, ইউটিউব সার্চ ও ভিউ। অনেকে সুবিধা এক জায়গায় নিয়ে এসেছে Lokkhi.io
এছাড়া রয়েছে কর্পোরেট কমিউনিকেশান সিস্টেম ভিডিও সুবিধা, মেসেজিং, ফাইল টাস্ক, ম্যানেজমেন্ট সিকিবুরিটিসহ নানা আয়োজনে ভরপুর Lokkhi.io, লক্ষীতে আছে লাইভ অনলাইন সাপোর্ট ওয়েব ভিজিটরদের লাইভচ্যাটিং সাপোর্ট, বিশেষ করে ই কমার্স সাইট যাদের আছে তারা।
বিস্তারিত জানতে” ০১৭৯৭২৯৬৬৫৭
Published : নভেম্বর ১৮, ২০১৬ | 2848 Views