ডোমেইন এবং ই-কমার্স হোস্টিং সেবা নিয়ে লিটলকোর বাংলাদেশ
Published : আগস্ট ২৩, ২০১৬ | 2314 Views

বাংলাদেশ-ইউএস যৌথ উদ্যোগে বাংলাদেশে ডোমেইন হোস্টিং সেবা চালু করল লিটলকোর, গ্রাহক সেবা নিচ্ছিত করতে লিটলকোর বাংলাদেশে ডেডিকেটেড কল এবং সাপোর্ট সেন্টার ও পেমেন্ট গেটওয়ে সেবার জন্য ওয়ালেটমিক্সের সাথে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেন। বর্তমানে ডোমেইন রেজিস্ট্রেশন, শেয়ারড হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ডেডিকেটেড সার্ভার সেবা দিচ্ছে লিটলকোর এবং উক্ত সেবা গুলি ওয়ালেটমিক্স ভিসা মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে যেকেউ কিনতে পারেন www.littlecore.com এ। কোরবান উপলক্ষে কোম্পানিটি একটি অফার ঘোষণা করেছে ১জিবি হোস্টিং দিচ্ছে মাত্র ১৫০০ টাকাই সাথে থাকছে লাইটস্পিড ওয়েব সার্ভার এবং এটি ক্লাউড লিনাক্স প্ল্যাটফর্মে পরিচালিত। এছাড়াও দ্রুত গতির নির্ভরযোগ্য বিশেষ ই-কমার্স হোস্টিং সেবা দিচ্ছে লিটলকোর বাংলাদেশ। পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন লিটলকোর বাংলাদেশ হেল্পলাইন ০১৯৭৪০৪২২৪৫ (সকাল ১০ টা থেকে রাত ৯ টার মধ্যে) অথবা সাপোর্ট টিকেট সাবমিট করতে পারেন https://www.littlecore.com/submitticket.php (২৪ ঘণ্টা)।
কৃতজ্ঞতাই মোঃ হুমায়ুন কবির, সিইও, ওয়ালেটমিক্স পেমেন্ট গেটওয়ে, www.walletmix.com www.fb.com/walletmix
Published : আগস্ট ২৩, ২০১৬ | 2314 Views