উদ্যোগ, পর্যটন ও ই কমার্সসহ ব্যবসায় বানিজ্যের যাবতীয় বিষয় আশয় নিয়ে যাত্রা শুরু করলো স্বপ্নবাজ ব্লগ
Published : আগস্ট ২০, ২০১৬ | 2068 Views
উদ্যোগ, পর্যটন ও ই কমার্সসহ ব্যবসায় বানিজ্যের যাবতীয় বিষয় আশয় নিয়ে যাত্রা শুরু করলো স্বপ্নবাজ ব্লগ
টিভি খুললে টক শো, ভারতীয় চ্যানেলে সিরিয়ালের ছড়াছড়ি, পত্রিকার পাতায় নানা সন্দ্রাস, দূর্নীতি আর দূর্ঘটনার খবর, ফেসবুকে সেলফি আর উদ্ভট পোস্টের বন্যা, ব্লগ গুলোতে রয়েছে আস্তিক নাস্তিক আর নানারকম রাজনীতি এসব ঝামেলা এড়িয়ে যারা নতুন নতুন ব্যবসায়, ব্যবসায় উদ্যোগ, টূরিজম এর নানা খুটি নাটি, সাথে ই কমার্স এবং দেশের ব্যবসায় বাণিজ্যের বিভিন্ন বিষয় জানতে চান তাদের জন্য চালু হয়েছে ব্লগ স্বপ্নবাজ। www.swapnobaj.com
স্বপ্নবাজের ক্যাটাড়রির মধ্যে রয়েছে প্রচ্ছদ, ই কমার্স, ভ্রমণ, রিভিউ, প্রযুক্তি উদ্যোক্তা, ফিচার, আর্টিকেল, প্রেস রিলিজ ইত্যাদি। প্রতিদিন স্বপ্নবাজে যুক্ত হচ্ছে এসব বিষয়ে নতুন নতুন লেখা। যা অনুসুন্ধিৎসু পাঠকের নানা জিজ্ঞাসার জবাব দিতে পারবে।
স্বপ্নবাজের প্রধান এডমিন জনাব হুমায়ন কবির বলেন, অনেক নতুন উদ্যোক্তা ব্যবসায় শুরু করলেও অনেক বিষয়ে অন্ধকারে থাকেন। তাদেরকে নানা বিষয়ে তথ্য ও নির্দেশনা পেতে সাহায্য করবে েএই নতুন প্রয়াস।
এতে থাকবে ব্যবসায় উদ্যোগের শুরুতে করনীয় নানা বিষয়। থাকবে ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, এসবের নানা নির্দেশণা। এছাড়া ওয়েবসাইট তৈরী, ই কমর্াস ব্যবসায় পেমেন্ট গেটওয়ে, ব্যাংকিং. ডোমেইন হোস্টিং সহ বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে এই প্লাটফরম।
Published : আগস্ট ২০, ২০১৬ | 2068 Views