ওয়েব ডেভেলপমেন্ট
Published : জুলাই ১১, ২০১৫ | 1966 Views

ওয়ালেটমিক্স লিমিটেডের রয়েছে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ওয়েব ডেভেলপার টিম। ওয়ালেটমিক্স ভোক্তাদের প্রয়োজন এবং চাহিদার উপরে নির্ভর করে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণ করে থাকে। এছাড়াও মেলার আয়োজন ও এর পৃষ্ঠপোষকতা করে থাকে। মার্চেন্টদের জন্য গেটওয়ে সেবাকে আরও সহজলভ্য এবং অনুকূল করতে নিরলসভাবে কাজ করছে ওয়ালেটমিক্স। বড়মাপের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের বেতন গ্রহণ সুষ্ট এবং সহজ করতে অনলাইন ফিস প্রসেসিং সিস্টেম চালু করেছে ওয়ালেটমিক্স। এছাড়াও ইন্টারনেট সার্ভিস প্রদানকারীদের মাসিক বিল সংগ্রহ ঝামেলা বিহীনভাবে স¤পন্ন করছে ওয়ালেটমিক্সের আইএসপি বিলি এবং ইউজার ম্যানেজমেন্ট সফটওয়্যার।
Published : জুলাই ১১, ২০১৫ | 1966 Views