চন্দনাইশের রূপ লাবণ্য
Published : আগস্ট ২৩, ২০১৬ | 2139 Views

পর্ব এক
চট্টগ্রাম থেকে বান্দরবন-কক্সেসবাজার যাওয়ার পথে (চট্টগ্রাম শহর থেকে ৩০ থেকে ৩৪ কিলোমিটার দূরত্ব হতে পারে) খানহাঁট থেকে পূর্ব দিকে সাইদাবাদ রেলস্টেশন পার হয়ে দেখার মতো একটি সুন্দর পাহাড়ি পথ, আমার ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা থেকে মনে হয় আঁকা বাঁকা উঁচা নিচা পাহাড়ি পথে যাওয়ার সময় অনেকটা বান্দরবনের এডভেন্সার পাওয়া যায়। গ্রাম্য পথ, সবুজের গালিজা, পাহাড়ি ঝর্ণা সব মিলিয়ে অসাধারণ গ্রাম্য রূপ। পেয়ারার বাগান, কলা বাগান, লেবু বাগান, মিষ্টি পানের বরজ, কাঁঠাল বাগান, সারি সারি সেগুন গাছের বাগান, বাঁশ বাগান, পাহাড়ি খামার সবই পরবে পথে। যাতায়াতের মাধ্যম হিসেবে চট্টগ্রাম বহদ্ধারহাঁট থেকে বাসে ৪০ থেকে ৫০ টাকা নিতে পারে খানহাঁট পর্যন্ত, খানহাঁট থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ী যায় পাহাড়ি পথে। যাওয়ার পথে সাইদাবাদ রেলস্টেশনে পাহাড়ি কলা, পেয়ারা, মিষ্টি পান, লেবু ও কাঁঠাল পাওয়া যায়। আমার তোলা কিছু ছবি সংযুক্ত করলাম। আরো কিছু বিষয় পরবর্তীতে সংযুক্ত করব 🙂 বান্দরবন বা কক্সেসবাজার যাওয়ার পথে ডু মেরে যেতে পারেন এই পাহাড়ি পল্লী।
নোটঃ
– সাইদাবাদ রেলস্টেশনকে সইদাবাজ রেলস্টেশন বলে চিনে লোকাল লোকজন
– খানহাঁট চান্দানাইশ থানার অন্তর্গত
– খানহাঁটে চট্টগ্রাম, বান্দরবন, কক্সেসবাজারে যাওয়ার বাস কাউন্তার আছে, এছাড়া সব সময় লোকাল পরিবহণ পাওয়া যায়
– খানহাঁটে সিএমসিআর ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত
– শহর থেকে সৌদিয়া, এস আলম, শাহ্আমিন পরিবহণেও যেতে পারেন
কৃতজ্ঞতাই মোঃ হুমায়ুন কবির, সিইও, ওয়ালেটমিক্স পেমেন্ট গেটওয়ে, www.walletmix.com www.fb.com/walletmix
Published : আগস্ট ২৩, ২০১৬ | 2139 Views